বেপরোয়া ট্রাকের ধাক্কায় ট্রলি চালকের মৃত্যু

আজাদী অনলাইন | শুক্রবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ১০:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে ট্রাকের ধাক্কায় আকরাম শেখ (৩৫) নামের এক ট্রলি চালক নিহত হয়েছেন। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উত্তর ফতেয়াবাদ ধোপার দিঘির পাড় এলাকায় চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে এ ঘটনা ঘটে।

এক মেয়ে ও এক ছেলে সন্তানের বাবা আকরাম শেখ বাগেরহাট জেলার কামদা পাড়ার লেদু শেখের ছেলে। তিনি থাকতেন হাটহাজারী উপজেলার বড়দিঘির পাড় এলাকায়।

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, বেপরোয়াভাবে ট্রাকটি চালাচ্ছিলেন একজন হেলপার৷ ঘটনাস্থলে উপস্থিত থাকা হাইওয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর ডালিম জানান, শুক্রবার ভোর ৬টার দিকে ধোপার দিঘির পাড় এলাকায় নিজের ট্রলি নিয়ে মহাসড়কের পূর্বপাশ অতিক্রম করে পশ্চিম পাশে যাচ্ছিলেন আকরাম।

এ সময় চট্টগ্রাম শহরের দিকে আসা দ্রুতগামী ট্রাক (চট্টমেট্রো-ট-০৫-০৮৪৬) ট্রলিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান আকরাম শেখ। ট্রলিকে ধাক্কা দিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে বাবুল মালাকারের মুদি দোকানে ঢুকে পড়ে। এতে দোকানের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে কেউ হতাহত হয়নি।

দুর্ঘটনার পর পরই ট্রাক চালক ও সহযোগী পালিয়েছেন। ট্রাকটি আটক করেছে হাইওয়ে পুলিশ বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধউন্নয়নের ধারা ধরে রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার