লোহাগাড়ায় পণ্যের মূল্য তালিকা না থাকায় ১৫ ব্যবসায়ীকে অর্থদণ্ড

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ১২ এপ্রিল, ২০২২ at ৮:২৯ অপরাহ্ণ

লোহাগাড়ার পদুয়ায় দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকায় ১৫ ব্যবসায়ীকে ৬৯ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (১২ এপ্রিল) ইউনিয়নের তেওয়ারীহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাবিব জিতু এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।

অভিযানে ব্যবসায়ী মো. আবদুর রশিদকে ৫ হাজার টাকা, জমির উদ্দিনকে ৫শ’ টাকা, মামুনুর রশিদকে ৫শ’ টাকা, আবু জাফরকে ৫শ’ টাকা, বাবুল জল দাশকে ৫শ’ টাকা, মো. শের আলীকে ২ হাজার টাকা, বেলাল উদ্দিনকে ১ হাজার টাকা, ছালে আহমদকে ৫শ’ টাকা, আহমদ নবীকে ৫শ’ টাকা, মো. নুরুল হককে ৫ হাজার টাকা, মনজুর আলমকে ২ হাজার টাকা, জাহাঙ্গীর আলমকে ৩০ হাজার টাকা, জাফর আহমদকে ১০ হাজার টাকা, নুরুল আবছারকে ৯ হাজার টাকা, শামসুল ইসলামকে ২ হাজার টাকা টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাবিব জিতু জানান, পণ্যের মূল্য তালিকা না থাকায় ১৫ মামলায় ৬৯ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশের বরকল ইউপি কার্যালয়ে বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে ৫ দোকান আগুনে পুড়ে ছাই