লোহাগাড়ায় ১১ মামলায় সাড়ে ১৫ হাজার টাকা জরিমানা

বিদ্যুৎ সাশ্রয়ে অভিযান

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১১ আগস্ট, ২০২২ at ১২:১০ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অমান্য করায় ১১ মামলায় সাড়ে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার(১০ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।

তিনি জানান, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অমান্য করায় ১১ মামলায় সাড়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া সরকারি নির্দেশনা মেনে চলার জন্য মাইকিং করা হয়। জনকল্যাণে ও জনসচেতনতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় তিন দিনে ৩১ দোকানিকে সাড়ে ৭৬ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধসান্ত্বনার জয় ।। হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ