রাজনীতি করে অর্থ উপার্জন নয়, জনগণের সেবা করাই আমার লক্ষ্য

লোহাগাড়ায় এম এ মোতালেব সিআইপি

| শনিবার , ৫ আগস্ট, ২০২৩ at ১২:২৭ পূর্বাহ্ণ

লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের হযরত শাহ সুফি পেঠান শাহ মসজিদ এলাকায় উপস্থিত মুসল্লী ও স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান জএম এ মোতালেব সিআইপি বলেন, “রাজনীতি করি নিজেকে প্রতিষ্ঠিত করতে নয় বরং আমার রাজনীতি হলো জনসাধারণের পাশে থেকে তাদের সেবায় নিজেকে উৎসর্গ করা। আমি শিক্ষকতা দিয়ে আমার কর্মজীবন শুরু করেছিলাম। মহান আল্লাহর অশেষ কৃপায় আজ আমার প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠানে এগারো হাজার মানুষ কর্ম করে নিজেদের পরিবার-পরিজন নিয়ে সুখে-শান্তিতে বসবাস করছে। এগারো হাজার মানুষের মাঝে ছয় হাজার সাতকানিয়া উপজেলার আর সাড়ে চার হাজার মানুষ এই লোহাগাড়া উপজেলার। আমি মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছি। ভবিষ্যতে এর ব্যাপ্তি আরো বাড়িয়ে দিতে চাই যদি আপনারা আমার পাশে থেকে আমাকে সাহস জোগান।”

বিশেষ অতিথির বক্তব্যে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন হিরু বলেন, “এম এ মোতালেব সিআইপি দীর্ঘদিন ধরে নিজের ব্যবসা প্রতিষ্ঠান হতে অর্জিত অর্থে জনগণের সেবায় নিয়োজিত আছেন। তিনি একজন প্রচারবিমুখ মানুষ। এই লোহাগাড়া উপজেলার এমন কোনো জায়গা নাই যেখানে মসজিদ, মাদ্রাসা, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠানে এম এ মোতালেব সিআইপির অনুদান পৌঁছায় নাই।”

বিশেষ অতিথির বক্তব্যে সাতকানিয়া পৌরসভার মেয়র জোবায়ের বলেন, “সাতকানিয়া-লোহাগাড়া উপজেলার সকল অসহায় মানুষের শেষ আশ্রয়স্থল এম এ মোতালেব সিআইপি। উনার কাছে গিয়ে খালি হাতে কেউ ফিরেন নাই। উনার দরজা সকলের জন্য উন্মুক্ত।”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দীন, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মানিক, পদুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দীন, মসজিদ কমিটির সভাপতি দোস্ত কবির, সাতকানিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক নবাব মিয়া রকিব, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মোহাম্মদ রিয়াদ, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ, আধুনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ সাইমুন ইসলাম, আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম আতিক, চুনতি ইউনিয়ন ছাত্রলীগ নেতা মুহাম্মদ মামুন সহ স্থানীয় জনসাধারণ।

পূর্ববর্তী নিবন্ধডুবে গেল মেয়রের বাড়িও
পরবর্তী নিবন্ধব্যাংক থেকে ৪ লাখ ৯০ হাজার টাকা সরিয়ে নিল হ্যাকাররা