লোহাগাড়ায় নাশকতার মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

আজাদী অনলাইন | মঙ্গলবার , ১২ সেপ্টেম্বর, ২০২৩ at ১:১২ অপরাহ্ণ

লোহাগাড়ায় জামায়াত-শিবিরের নাশকতার মামলায় সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ।

সোমবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার আধুনগর ইউনিয়ন হাতিয়ারকুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার বেলাল আধুনগর ইউনিয়নের তেলিপাড়ার মৃত ডা. এয়াকুবের ছেলে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, “বেলাল জামায়াত শিবিরের ক্যাডার। তিনি একটি মামলায় সাজাপ্রাপ্ত। অপর চারটি মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামী। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করি। আজকে তাকে আদালতে পাঠানো হবে।”

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আবাসন শিল্প : সমস্যা ও সম্ভাবনা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যু