লোহাগাড়ার আমিরাবাদে মালবাহী লরির ধাক্কায় সিএনজিচালিত তিন অটোরিকশা আরোহী আহত হয়েছেন। আজ রবিবার(৩ জুলাই) রাত ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের তজু মুন্সির গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতরা হলেন উপজেলার কলাউজান ইউনিয়নের হিন্দুর হাট এলাকার ডেজি আক্তার(৩৮), চুনতি ইউনিয়নের সাতগড় এলাকার মনোয়ারা বেগম(৬৫) ও একই এলাকার মো. তাহসিন(১২)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রামমুখী মালবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে একইমুখী সিএনজিচালিত অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। এতে আটোরিকশার তিন আরোহী আহত হন।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। দুর্ঘটনায় অটোরিকশাটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলের অদূরে বার আউলিয়া কলেজ গেইট এলাকায় লরিটি আটক করে স্থানীয়রা।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. ইশতিয়াকুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় আহত ৩ জনকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাকসুদ আহম্মেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।