রাস্তা পার হতে গিয়ে কোলকাতায় চবি শিক্ষার্থীর মৃত্যু

আজাদী অনলাইন | বুধবার , ১৩ জুলাই, ২০২২ at ১১:৪৪ পূর্বাহ্ণ

ভারতের কোলকাতায় রাস্তা পার হতে গিয়ে বাস চাপায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

চবি’র ইলেক্ট্রনিক অ্যান্ড ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ওই শিক্ষার্থীর নাম শাজমিলা জিসমাম মুন(২২) বলে জানা গেছে।

গত রবিবার(১০ জুলাই) কলকাতায় বিড়লা তারামণ্ডলের কাছে এ দুর্ঘটনা ঘটে।

দুইদিন একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকাল মঙ্গলবার(১২ জুলাই) তার মৃত্যু হয়। গুরুতর আহত মুনের মা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. শিরিন আরা চৌধুরী ডলি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, ঈদুল আজহার দিন দুপুরে কোলকাতার সড়কে জেব্রা ক্রসিং হয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস মা-মেয়েকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় দু’জনকে কোলকাতা পিজি হাসপাতালে ভর্তি করা হয়।

দুইদিন মৃত্যুর সংগে পাঞ্জা লড়ে গতকাল মঙ্গলবার মুন চলে যান না ফেরার দেশে। তার মা ড. শিরিন চৌধুরী ডলির জ্ঞান ফিরলেও আশংকামুক্ত নন।

চবি ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন বলেন, “সড়ক দুর্ঘটনায় আহত চবি শিক্ষক বর্তমানে কোলকাতায় একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। ওই দুর্ঘটনায় তাঁর মেয়ে মারা গেছেন। চিকিৎসার জন্য তাঁরা ভারতে গিয়েছিলেন।”

মরদেহ নিয়ে ড. শিরিন চৌধুরী ডলির ছেলের আজ বুধবার(১৩ জুলাই) বিকেলে বাংলাদেশে আসার কথা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকাকে মা-বাবা ডাকবে অর্ক ও জুঁই
পরবর্তী নিবন্ধমানসিক ভারসাম্যহীন নারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু