ফের হাসপাতালে খালেদা

আজাদী অনলাইন | বুধবার , ৯ আগস্ট, ২০২৩ at ৮:৪৪ অপরাহ্ণ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ বুধবার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি হাসপাতালে পৌঁছান।

এর আগে তিনি বিকেল ৬টা ২৫ মিনিটে গুলশানের বাসভবন থেকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওয়ানা হন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি’র সিনিয়র নেতারা ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জানিয়েছিলেন, চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য খালেদা জিয়াকে বুধবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে অজগর সাপ উদ্ধার
পরবর্তী নিবন্ধকক্সবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি