হাটহাজারীতে অজগর সাপ উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ৯ আগস্ট, ২০২৩ at ৮:১৯ অপরাহ্ণ

হাটহাজারীতে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয় বন বিভাগ।

আজ বুধবার (৯ আগস্ট) বিকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মুহুরীহাট এলাকায় সড়কের পশ্চিম পাশে পুকুর থেকে সাপটি উদ্ধার করা হয়। সাপটির ওজন ৩০ কেজি।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় লোকজন একটি বড় অজগর সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক স্নেক রেসকিউ টিম বাংলাদেশ(এসআরবিডি)-এর সহযোগিতায় অজগরটিকে উদ্ধার করে স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় বন বিভাগের স্টেশন অফিসার মো. রাজিব উদ্দিন ইব্রাহিম জানান, বন বিভাগের কর্মকর্তারা বিভাগীয় বন কর্মকর্তা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম-এর নির্দেশে সাপটি উদ্ধার করে বন বিভাগের আওতাধীন সংরক্ষিত শীলছড়ি এলাকার গভীর বনে অবমুক্ত করেন।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধফের হাসপাতালে খালেদা