রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলা থেকে সেনাবাহিনীর অভিযানে দুইজন আদিবাসী সন্ত্রাসীকে আটক করা হয়েছে। আটককৃত সন্ত্রাসীরা হলো বাসিঅং মারমা (৪৫) এবং অংসিংমং মারমা (৩৫)।
আটককৃত এই দুই সন্ত্রাসী কাপ্তাই উপজেলায় গরু ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করছিল। পরে সেনাবাহিনী এবং পুলিশ অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে।
এসময় তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি এলজি, ৩ রাউন্ড গুলি, ২টি মোবাইল ফোন সেট এবং আদায়কৃত চাঁদার টাকা উদ্ধার করা হয়।
জানা গেছে, উপজেলার বালুরচর নামক স্থানে দাঁড়িয়ে ৪/৫ জন আদিবাসী সন্ত্রাসী গরু ব্যবসায়ীদের কাছ থেকে অস্ত্রের মুখে চাঁদা আদায় করছে গোপন সূত্রে এমন খবর পেয়ে ৫৬ বেঙ্গল কাপ্তাই সেনাজোনের ওয়ারেন্ট অফিসার মো. ওমর ফারুক এবং কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দীন ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন।
এসময় সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্ত্রাসী গভীর জঙ্গলের দিকে পালিয়ে গেলেও ২ জন সন্ত্রাসীকে সেনাবাহিনী ও পুলিশ আটক করতে সক্ষম হয়।
আটককৃত সন্ত্রাসীরা উপজেলার রাইখালী ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। আটক দুই সন্ত্রাসীকে আজ বুধবার (২৮ জুন) রাঙামাটি জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে কাপ্তাই থানা সূত্রে জানা গেছে।
কাপ্তাই সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল নূর উল্লাহ জুয়েল দুই চাঁদাবাজ আদিবাসী সন্ত্রাসীকে আটক করার সত্যতা নিশ্চিত করে বলেন, “৫৬ বেঙ্গল কাপ্তাই সেনাজোন এলাকায় কোনো চাঁদাবাজি এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম যাতে কেউ চালাতে না পারে সেজন্য গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত সেনা টহল রয়েছে।”
তিনি স্থানীয় জনসাধারণকে কোনো অপরাধী বা সস্ত্রাসী যেকোনো উপায়ে কারো কাছ থেকে চাঁদা দাবি করলে বা ভয়ভীতি দেখিয়ে কোনো অবৈধ সুযোগ-সুবিধা নিতে চাইলে গোপনে সেনাবাহিনীকে অবহিত করার আহ্বান জানান।
খবর পাওয়ার সাথে সাথে দ্রুততম সময়ের মধ্যে সেনাবাহিনী কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি।