কাপ্তাই থেকে ছানাসহ বিলুপ্তপ্রায় ৭টি কালিম পাখি উদ্ধার

কাপ্তাই প্রতিনিধি | শুক্রবার , ৭ অক্টোবর, ২০২২ at ৯:১৭ অপরাহ্ণ

রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাইয়ে একটি বাসা থেকে ৪টি ছানাসহ ৭টি কালিম পাখি উদ্ধার করেছে বন বিভাগ।

আজ শুক্রবার (৭ অক্টোবর) গোপন সূত্রে খবর পেয়ে বন বিভাগের কর্মীরা বেলা ২টার সময় অভিযান পরিচালনা করে খাচায় বন্দি অবস্থায় কালিম পাখিগুলো উদ্ধার করে বলে জানা গেছে।

বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. দেলোয়ার হোসেন বলেন, “বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী কোনো ধরনের পশুপাখি ধরা, বিক্রি করা বা লালন-পালন করা আইনগতভাবে নিষিদ্ধ রয়েছে। তার মধ্যে কালিম পাখি বর্তমানে বিলুপ্তপ্রায়।”

তিনি বলেন, “গোপন সূত্রে খবর পেয়ে আমরা কাপ্তাই জেটিঘাট এলাকার একটি বাসা থেকে কালিম পাখিগুলো উদ্ধার করি।”

এদিকে, বন্যপ্রাণী আইন জানা না থাকায় ঘরে খাঁচায় রেখে কলিম পাখি পালন করছিলেন বলে স্বীকার করেন পাখির মালিক।

তিনি বলেন, আমি ভবিষ্যতে আর কখনো পাখি লালন-পালন করব না। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। উদ্ধার হওয়া কালিম পাখিগুলোকে শেখ রাসেল এভিয়ারি পার্কে অবমুক্ত করা হবে বলে বন বিভাগ সূত্রে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধনবীনদের স্বাগত জানালো ডিজিটাল বিদ্যাপীঠ সিএসবিএইচ
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় অপহৃত প্রবাসী রাঙামাটি থেকে উদ্ধার