কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

কাপ্তাই প্রতিনিধি | শুক্রবার , ১৯ আগস্ট, ২০২২ at ৭:৫১ অপরাহ্ণ

রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলায় আজ(১৯ আগস্ট) সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

নিহত ব্যক্তির নাম সুইসাই মং মারমা(৩৫)। তিনি উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের মতিপাড়ার তালতলী এলাকার স্থানীয় মংচো মারমার ছেলে।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, আজ শুক্রবার বিকাল প্রায় ৪টার সময় চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কের হাতিমারা নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে। নিহত সুইসাই মং মারমা মোটরসাইকেল নিয়ে বাঙ্গালহালিয়ার দিকে যাচ্ছিলেন। এসময় চন্দ্রঘোনামুখী একটি প্রাইভেট কারের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল চালক সুইসাই মংয়ের মাথার খুলি উড়ে যায়। তিনি মুখ থুবড়ে সড়কের উপর পড়ে থাকেন। ঘটনাস্থলেই তিনি মারা যান।

এদিকে, প্রাইভেট কারের চালক দ্রুত গাড়ি নিয়ে লিচুবাগানের উদ্দেশে পালাতে গিয়ে চন্দ্রঘোনা ফেরীঘাটে আটকা পড়েন। সেখান থেকে চন্দ্রঘোনা থানা পুলিশ প্রাইভেট কারটি জব্দ করে থানায় নিয়ে আসে।

আগামীকাল শনিবার(২০ আগস্ট) সুইসাই মং মারমার মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি মর্গে পাঠানো হবে বলে থানা সূত্রে জানা গেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার উপকূলে ট্রলার ডুবি, ১১ জেলে নিখোঁজ
পরবর্তী নিবন্ধবিএনপি-জামায়াত জোট বার বার এদেশের সম্প্রীতিকে বিনষ্ট করেছে