ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হিসেবে আসছেন প্রণয় ভার্মা

আজাদী অনলাইন | মঙ্গলবার , ১২ জুলাই, ২০২২ at ৭:২০ অপরাহ্ণ

ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে আসছেন প্রণয় কুমার ভার্মা। আর ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী নিজ দেশের মিশনের দায়িত্ব নিতে যাচ্ছেন যুক্তরাজ্যে।

আজ মঙ্গলবার(১২ জুলাই) ভারতের গণমাধ্যম ডাব্লিউআইওএন এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করে।

প্রণয় ভার্মা বর্তমানে ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৯ সালের ২৫ জুলাই ভিয়েতনামে রাষ্ট্রদূত নিযুক্ত হন।

প্রণয় ভার্মা ফরেন সার্ভিসে যোগ দেন ১৯৯৪ সালে। ভারতীয় কূটনীতিক হিসেবে কাজ করেছেন হংকং, সানফ্রানসিস্কো, ওয়াশিংটন ডিসি ও কাঠমান্ডুতে।

ভিয়েতনামে রাষ্ট্রদূত হওয়ার আগে প্রণয় ভার্মা ২০১৭ থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পূর্ব এশিয়া বিভাগে নিয়োজিত ছিলেন। তার আগে ভারতের পরমাণু কূটনীতিক হিসেবে অ্যাটমিক এনার্জিতে কাজ করেন তিনি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক প্রণয় ভার্মা প্রথমে টাটা স্টিলে কাজ করেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মিডলবারি ইন্সটিটিউট থেকে চীনা ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি।

এর আগে ভারতের গণমাধ্যম জানিয়েছিল, যুক্তরাষ্ট্রে ভারতীয় মিশনের ডেপুটি হিসেবে দায়িত্ব পালনকারী সুধাকর দালেলাকে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে নিয়োগ করা হচ্ছে। তবে সুধাকর দালেলাকে ভারতের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে ভুটানে।

এদিকে, ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী যুক্তরাজ্যে নিজ দেশের মিশনে দায়িত্ব নিতে যাচ্ছেন।

২০২০ সালের ৫ অক্টোবর ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে যোগ দেন বিক্রম দোরাইস্বামী। একই বছরের ৮ অক্টোবর রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন তিনি। দোরাইস্বামী ঢাকায় রীভা গাঙ্গুলি দাশের স্থলাভিষিক্ত হন।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় ৯ মৃত্যু
পরবর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ার কোনো কোনো জায়গায় ১৮ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হয়েছে