মাদক মামলার আসামির বিরিয়ানির প্যাকেটে গাঁজা

আজাদী অনলাইন | মঙ্গলবার , ১৮ অক্টোবর, ২০২২ at ৮:৪৪ অপরাহ্ণ

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজিরা দিতে আসা এক আসামির বিরিয়ানির প্যাকেটের ভেতর থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে।

কর্ণফুলী থানার মাদক মামলায় মো. রাসেল (৩২) নামের ওই আসামি আদালতে হাজিরা দিতে এসেছিলেন আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে।

চট্টগ্রাম আদালত ভবনের নিচতলায় মেট্রো হাজতখানায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাদক মামলার আসামি মো. রাসেল চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজিরা দিতে আসেন। আদালতে হাজিরা শেষে মো. রাসেলকে নিচতলায় হাজতখানায় আনা হয়। রাসেল পুলিশি পাহারায় হাজতখানায় ঢোকার সময় তার হাতে ছোটন নামে এক ব্যক্তি বিরিয়ানির প্যাকেট দিয়ে দৌড়ে চলে যান। এ সময় পাহারায় থাকা পুলিশ কন্সটেবল বিকাশ চন্দ্র সাহার সন্দেহ হলে বিরিয়ানির প্যাকেট খুলে দেখেন চার পুরিয়া গাঁজা।

চট্টগ্রাম আদালতের মেট্রো হাজতখানার ইনচার্জ আতিকুর রহমান বলেন, “গাঁজা উদ্ধারের ঘটনায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) খালেদ মাহমুদ বাদি হয়ে দুইজনকে আসামি করে কোতোয়ালী থানায় মাদক আইনে মামলা করেছেন। মামলায় আসামি করা হয়েছে মো. রাসেল ও ছোটনকে।

পূর্ববর্তী নিবন্ধমেয়াদ শেষের আগেই তিন পুলিশ সুপার অবসরে
পরবর্তী নিবন্ধবঙ্গোপসাগরে বিরল জলস্তম্ভ