হাটহাজারীতে আগুনে পুড়ল দাঁড়িয়ে থাকা ট্রাক

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ২ নভেম্বর, ২০২২ at ৭:৩৭ অপরাহ্ণ

হাটহাজারীর সরকারহাট বাজার সংলগ্ন এলাকায় সড়কের পাশে দাঁড়ানো ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার (২ নভেম্বর) বিকালের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ট্রাকটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

জানা যায়, সরকারহাট বাজারের উত্তর পার্শ্বে হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের পাশে একটি ট্রাক (নম্বর বগুড়া ড ১১-৫১৩) দাঁড়ানো ছিল। সড়কের পার্শ্ববর্তী খালি জায়গায় বাজারের কুড়ানো ময়লা আবর্জনা ফেলা হয়। কে বা কারা আজ বুধবার বাজারের কুড়ানো ময়লা আবর্জনায় আগুন লাগিয়ে দেয়। এই ময়লা আবর্জনা থেকে সূত্রপাত হওয়া আগুন সড়কের পাশে দাঁড়ানো ট্রাকে লেগে গেলে ট্রাকটি আগুনে পুড়ে যায়।

উপস্থিত লোকজন হাটহাজারী ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে স্হানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ট্রাক মালিক সরকারহাট বাজারের ব্যবসায়ী ওসমান গনি জানান, তিনি ট্রাকটি তিন মাস আগে ক্রয় করেছেন। এর মধ্যে আজ বুধবার ট্রাকটি সড়কের পাশে পার্ক করে রাখা হয়। সেখানে সড়ক সংলগ্ন এলাকায় ময়লা আবর্জনার স্তূপে কে বা কারা কোন সময় আগুন জ্বালিয়ে দেয় যেখান থেকে আগুনের সূত্রপাত হয়ে ট্রাকের সামনের অংশ পুড়ে যায়। তবে ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা যায়নি।

মিস্ত্রিকে দেখানোর পর ক্ষতির পরিমাণ বলা যাবে বলে জানান তিনি।

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শাহাজাহান ট্রাকে আগুন লাগার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, “ট্রাকটি সড়কের পাশে দাঁড়ানো ছিল। মহাসড়কের পাশে খালি জায়গায় স্তূপীকৃত ময়লা আবর্জনায় কে বা কারা আগুন দিলে সেই আগুন থেকে ট্রাকে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্হলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।”

পূর্ববর্তী নিবন্ধভুয়া দলিল প্রদর্শন করায় বাঁশখালীতে কারাদণ্ড
পরবর্তী নিবন্ধশেষ পর্যন্ত ভারতই জিতল