হাটহাজারীতে গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকে লুকিয়ে অবৈধভাবে কাঠ পাচারের সময় জাম কাঠসহ ২ জনকে আটক করেছে স্থানীয় বন বিভাগ।
আজ রবিবার(২৪ জুলাই) ভোরে হাটহাজারী ক্যাম্প সিপিসি-২ ক্যাম্পের সামনে থেকে এ কাঠগুলো জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মো. জসিম(৪০) ও মো. ইলিয়াছ(৫২)।
হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বলেন, “চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ ক্যাম্পের সামনে থেকে সিপিসি-২ হাটহাজারী ক্যাম্পের সহযোগিতায় গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের ভিতর লুকিয়ে অবৈধভাবে কাঠ পাচারের সময় চেরাইকৃত জাম কাঠসহ একটি ট্রাক (চট্টঃ মেট্রো-ন-১১-৭৮৯২) আটক করা হয়। এসময় চালকসহ ২ জনকে আটক করা হয়।”
আটককৃত ব্যাক্তিদের বিরুদ্ধে বন সংরক্ষণ আইনে মামলার প্রস্তুতি চলছে এবং জব্দকৃত কাঠ বন উপজেলা ১১ মাইল এলাকায় চেক স্টেশনে হস্তান্তর করা হয় বলে জানান তিনি।
এ সময় বন বিভাগের অফিস সহকারী আশুতোষ দাশ, এফজি মেহেদী, এফজি মিলন কান্তি মণ্ডল সহযোগিতা করেন।












