হাটহাজারী থেকে ২৭ ঘনফুট কড়ই কাঠ বোঝাই একটি জিপসহ মহিদুল ইসালাম (২৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় বনবিভাগ। আটক কাঠের আনুমানিক মূল্য ২৭ হাজার টাকা।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জঙ্গল শীল ছড়ি এলাকা থেকে রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরীর নেতৃত্বে এ কাঠসহ আসামিকে আটক করা হয়।
আটককৃত ব্যাক্তি পৌরসভার মিরেরখীল এলাকার আবুল কালামের পুত্র।
এ বিষয়ে রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী রেঞ্জের অধীনে জঙ্গল শীল ছড়িতে ১৯৯৫ সালের রাজস্বকৃত বাগান থেকে দিবাগত রাতে কাঠ পাচারের সময় জিপসহ মহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করি।”
আজ বুধবার সকালে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে বন সংরক্ষণ আইনে মামলা দায়ের ও আদালতে প্রেরণ করা হয়। অভিযান চলমান থাকবে বলে উল্লেখ করেন তিনি।
এই অভিযানে স্থানীয় বনবিভাগ কমকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।