হাটহাজারীতে ছিনতাইকারীদের কবলে পড়ে ৯৯৯ নম্বরে ফোন করার মাত্র পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে গিয়ে মো. ইরফাত হোসেন রাব্বি(২৭) ও মো. সায়মন(২৩) নামের দুই ছিনতাইকারীকে আটক করেছে মডেল থানা পুলিশ।
আজ মঙ্গলবার (৭ মার্চ) সকালে হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক মো. হারুনুর রশিদ আটকের ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। সকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের চবি ১নং গেইট সংলগ্ন চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।
পুলিশের হাতে আটক মো. ইরফাত হোসেন রাব্বি বায়েজিদ বোস্তামি থানার আতুরার ডিপোর জাহানপুর(জাঙ্গাল পাড়ার হাজী এমদাদ খান বাড়ির জানে আলমের পুত্র এবং মো. সায়মন একই থানাধীন সিটি কর্পোরেশন ৩নং ওয়ার্ডস্থ নুরুল ইসলামের পুত্র। বর্তমানে সে আতুরার ডিপো সন্ধ্যা পাড়া প্রাথমিক বিদ্যালয়ের পাশে তুলা কোম্পানি ইসমাইলের ভাড়াটিয়া হিসেবে বসবাস করে।
থানা ও মামলা সূত্রে জানা যায়, ফটিকছড়ি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার বরিশাল জেলার উজিরপুর থানাধীন ৫নং শোলক ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ মো. শাহজাহান মল্লিকের ২০ বছর বয়সী পুত্র মো. সজল মল্লিক ছুটি শেষে নিজ কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে ঘটনার দিন আনুমানিক সকাল সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রামের অক্সিজেন থেকে সিএনজিচালিত অটোরিকশায় উঠেন।
এসময় ওই গাড়িতে যাত্রী সেজে ছিনতাই চক্রের আরও তিন সদস্য উঠে। পরে ভিকটিমকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি উল্লেখিত স্থানে পৌঁছালে মামলার ১ নম্বর আসামী মো. ইরফাত হোসেন রাব্বি, ২নং আসামী মো. সায়মন, ৩নং আসামী মো. শুভ ও ৪নং আসামী সুরত নবী ভিকটিমকে জিম্মি করে মৃত্যুর ভয়ভীতি প্রদর্শন করে তার টাকা-পয়সা ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে ভিকটিম কৌশলে ৯৯৯ নম্বরে কল দিলে হাটহাজারী মডেল থানার সাব-ইন্সপেক্টর মো. হারুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ২ ছিনতাইকারী পালিয়ে গেলেও ইরফাত হোসেন রাব্বি ও সায়মন নামের দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।
এসময় ঘটনাস্থল থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি টিপ ছুরি, সার্জিক্যাল মাস্ক এবং সিএনজিচালিত অটোরিকশা(রেজি নং-চট্টগ্রাম-থ-১৩-৪৯৮৭) জব্দ করা হয়। পরে ভিকটিম বাদী হয়ে এ ঘটনায় জড়িত ৪ জনের নামে হাটহাজারী মডেল থানায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন,২০০২ (সংশোধন) ২০১৯ এর ৪(১)/৫ ধারায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা হাটহাজারী মডেল থানার এসআই মো. হারুনুর রশিদ বলেন, “৯৯৯ নম্বরে কল পাবার মাত্র ৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে গিয়ে দুই ছিনতাইকারীকে আটক করি। এসময় ছিনতাই চক্রের ২ সদস্য পালিয়ে যায়।”
পলাতক ২ জনকেও দ্রুত আটক করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
পলাতক ২ আসামী হলো বায়েজিদ থানাধীন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডস্থ আতুরার ডিপো হাজী পাড়ার নেজাম উদ্দিনের পুত্র মো. শুভ(২১) এবং একই থানার অক্সিজেন বেলতল সৈয়দ পাড়ার সুরত নবী (২৬)।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন সবুজ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃত ২ ছিনতাইকারীকে আদালতে প্রেরণ করা হয়েছে।












