হাটহাজারী উপজেলার সত্তার ঘাট এলাকার বড়ুয়া পাড়া থেকে ৬ ফুট দৈর্ঘের এবং ৭ কেজি ওজনের একটি বার্মিজ পাইতন ও হাতির দাঁত উদ্ধার করেছে স্থানীয় বনবিভাগ।
আজ বুধবার(২২ জুন) দুপরে এসআরটিবিডি ও র্যাব-৭ সিপিসি-২ হাটহাজারী ক্যাম্পের সহযোগিতায় সাপ ও হাতির দাঁত উদ্ধার করা হয়।
হাটহাজারীর রেঞ্জ কর্মকর্তা মো. ফজলুল কাদের চৌধুরী বলেন, অজগর সাপ দেখে স্থানীয়রা জানালে আমরা গিয়ে সাপটি উদ্ধার করে বনে অবমুক্ত করি।
পরবর্তীতে চট্টগ্রাম উত্তর বন বিভাগ বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মোজাম্মেল হক শাহ চৌধুরী’র নির্দেশনা মোতাবেক অজগর সাপটি হাটহাজারী বন বিভাগের আওতায়ধীন গহীন বনে অবমুক্ত করা হয় ও হাতির দাঁতগুলো স্থানীয় বনবিভাগের হেফাজতে রাখা হয়।
এ সময় ফরেষ্টার রেজাউল করিম, এফজি শাহ আলম তালুকদার, অফিস সহকারী আশুতোষ দাশ ও এসআরটিবিডি সদস্যরা সহযোগিতা করেন।