হাটহাজারীতে সেই পুকুর ভরাটকারীকে লাখ টাকা জরিমানা

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ১ জানুয়ারি, ২০২৩ at ৮:৫৩ অপরাহ্ণ

হাটহাজারীর চৌধুরী হাটের পূর্ব পাশে ফতেয়াবাদ এলাকায় সেই পুকুর ভরাটকারীকে অবশেষে ১ লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন। আজ রবিবার (১ জানুয়ারি) প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত সুবল ধরকে এই দণ্ড প্রদান করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফতেয়াবাদ এলাকার ক্ষেত্রপাল বাড়ি এলাকায় শতবর্ষী একটি পুকুর পরিবেশ আইন লংঘন করে ভরাট করা হচ্ছে এমন সংবাদ অবহিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম গতকাল শনিবার ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুকুর ভরাটের আলামত তিনি স্থানীয় ইউপি সদস্য ইমন শীল রবিনসহ প্রত্যক্ষ করেন।

পরিদর্শন শেষে ইউএনও আজ রবিবার পুকুর ভরাটকারী সুবল ধরকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তার দপ্তরে ডেকে পাঠান। আজ পুকুর ভরাটকারী তার কাগজপত্র নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে আসলে ইউএনও তার কাগজপত্র যাচাই করে পরিবেশ আইন লংঘন করে পুকুর ভরাটের সত্যতা পান। তার প্রেক্ষিতে তিনি অবৈধভাবে পুকুর ভরাটের দায়ে ভরাটকারীকে এক লক্ষ টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য রবিন শীল ও অন্যান্যদের নিয়ে পুকুর ভরাটের স্থানটি পরিদর্শন করা হয়। অভিযুক্ত সুবল ধর জলাধার ভরাটের বিষয়টি ও দোষ স্বীকার করেন। সেই অনুযায়ী মথুরাম মোহনের পুত্র সুবল ধরকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এ ১ লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এ সংক্রান্ত একটি প্রতিবেদন আজ রবিবার দৈনিক আজাদীর শেষ পৃষ্ঠায় প্রকাশিত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচীনা নাগরিকের করোনার নতুন উপ-ধরন শনাক্ত
পরবর্তী নিবন্ধকাপাসগোলা স্কুলের সেই প্রধান শিক্ষককে দক্ষিণ পতেঙ্গায় বদলি