হাটহাজারীতে সাবেক ইউপি চেয়ারম্যানকে ৫০ হাজার টাকা জরিমানা

কৃষি জমির টপসয়েল কাটা

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ২৪ মার্চ, ২০২৩ at ৭:৫৭ অপরাহ্ণ

হাটহাজারীর ধলই ইউনিয়নের এনায়েতপুর এলাকায় কৃষি জমির টপসয়েল কাটার দায়ে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হারুনুর রশিদকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলমের নেতৃত্বে আজ শুক্রবার (২৪ মার্চ) এ অভিযান চালানো হয়।

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, রাস্তার ঠিক পাশেই এস্কেভেটর দিয়ে একটি আবাদযোগ্য কৃষি জমির মাটি কাটা হচ্ছে।

জিজ্ঞাসাবাদে হারুনুর রশিদ তার অপরাধ স্বীকার করলে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করে হাটহাজারী মডেল থানার একটি ফোর্স।

অভিযান পরিচালনাকারী ইউএনও জানান, কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। কৃষি জমি সুরক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধ৫২ দিনে ৯৩৬ কোটি টাকা হাতিয়ে নিল মাফিয়ারা
পরবর্তী নিবন্ধফ্রান্সে বিক্ষোভ পিছিয়ে দিল ব্রিটিশ রাজা চার্লসের সফর