হাটহাজারীতে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ২২ নভেম্বর, ২০২২ at ৭:০৪ অপরাহ্ণ

হাটহাজারীতে বসতঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচানো এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

তার নাম পূর্ণা রুদ্র (১৮) বলে জানা গেছে।

গতকাল সোমবার উপজেলার ফতেপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। সে ক্ষিতিশ রুদ্রর কন্যা।

পারিবারিক ও পুলিশ সূত্র জানায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছিল পূর্ণা রুদ্র। এর মধ্যে তার একটি পরীক্ষা ভালো না হওয়ায় পরিবারের লোকজনের অজান্তে বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।

পূর্ণা রুদ্রর চাচা নিমাই রুদ্র বলেন, “সকাল ৮টায় তার মায়ের সঙ্গে সবজি কাটা শেষ করার পর পূর্ণা রুদ্রের মা পাশের মন্দিরে পূজা দিতে যায়। এ সুযোগে পূর্ণা ঘরের দরজা বন্ধ করে দেয়। মন্দিরের পূজা শেষ করে তার মা ঘরের দরজা বন্ধ দেখে তাকে অনেক ডাকাডাকি করেন। এরপরও কোনো সাড়াশব্দ না পেয়ে ঘটনাটি প্রতিবেশীসহ আশপাশের লোকজনকে জানান। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পূর্ণাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

পরে থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। 

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ্দ রুহুল আমিন সবুজ বলেন, “পূর্ণা নামের এক এইচএসসি পরিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপের প্রথম ‘অঘটন’, আর্জেন্টিনাকে হারিয়ে দিল সৌদি আরব
পরবর্তী নিবন্ধকক্সবাজারে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন