হাটহাজারীতে মন্দিরে চুরি

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:০৩ অপরাহ্ণ

হাটহাজারীর শ্মশান কালী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো সময় মন্দিরের দরজা ও দান বাক্স ভেঙে চুরির এ ঘটনা ঘটে।

এই সময় চোর মন্দিরে স্হাপিত সিসি ক্যামরার সংযোগ বিচ্ছন্ন করে দেয়।

১২নং চিকনদণ্ডী ইউপি’র সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ও মন্দির পরিচালনা কমিটির কর্মকর্তা ডা. অশোক কুমার দেব জানান, গতকার বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় চোর মন্দিরের দরজা ও দান বাক্স ভেঙে দান বাক্সে রক্ষিত টাকা চুরি করে নিয়ে যায়।

গত এক বছরে এই মন্দিরে কয়েক দফা চুরি হয়েছে। চৌধুরীহাট বাজারের উপর স্হাপিত মন্দিরটিতে চুরি হওয়ায় স্হানীয়দের মধ্যে আতংক দেখা দিয়েছে। চুরির বিষয়টি স্হানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডা. অশোক কুমার দেব।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে পাহাড় কাটার দায়ে দেড় লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধকক্সবাজারে আবাসিক হোটেলে মা-মেয়ের মরদেহ, স্বামী পলাতক