হাটহাজারীতে সরকারি ৬০ লাখ টাকা মূল্যের জায়গা অবৈধ দখল মুক্ত করে বনায়ন করা হয়েছে। আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) উপজেলা প্রশাসন দীর্ঘদিন অবৈধভাবে দখলে থাকা এ জায়গা উদ্ধার করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান জানান, হাটহাজারী ভূমি অফিসের আওতাধীন চট্টগ্রাম সিটি করপোরেশনের ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসনের নামে খতিয়ানভুক্ত ৯ শতক জায়গা দীর্ঘদিন ধরে অবৈধ দখলদাররা দখল করে রেখেছিল।
এই জায়গার বর্তমান বাজার মূল্য প্রায় ৬০ লক্ষ টাকা। বিভিন্নভাবে এ ব্যাপারে অভিযোগ পেয়ে আজ মঙ্গলবার চিকনদণ্ডী ভূমি অফিসের কর্মকর্তা ও সার্ভেয়ারের মাধ্যমে তদন্ত ও পরিমাপ করে ৯ শতক জমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করে সরকারি নিয়ন্ত্রণে এনে সেখানে বনায়ন করে সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে।
তিনি সরকারি জায়গা-জমি অবৈধভাবে দখলকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন।