হাটহাজারী থানা পুলিশ আজ রবিবার (১৩ আগস্ট) ওমর ফারুক (৪৫) নামে এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে। ফতেয়াবাদ খাগরিয়া ছরা থেকে বিকালে লাশটি উদ্ধার করা হয়।
তিনি ১২নং চিকনদণ্ডী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফতেয়াবাদ এলাকার দাইমুদ্দীন সারাং-এর বাড়ির মৃত মো. জাফর আহম্মদের পুত্র।
স্থানীয় ও প্রত্যক্ষদশীরা জানান, আজ বিকালে স্থানীয় লোকজন খাগরিয়া ছরায় একটি লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
১২নং চিকনদণ্ডী ইউপি চেয়ারম্যান হাছানুজ্জামান বা্চ্চু জানান, ওমর ফারুকের মাছ শিকারের প্রতি ঝোঁক ছিল। গত বৃহস্পতিবার সে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর তার কোনো খবর পাওয়া যায়নি। আজ রবিবার ফতেয়াবাদ এলাকার খাগরিয়া ছরায় একটি লাশ দেখে উপস্থিত লোকজন থানা পুলিশকে খবর দেয়। লাশের খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে লাশ শনাক্ত করেন। ফারুক দুই ছেলে ও এক কন্যা সন্তানের পিতা। তার একটি ছেলে মধ্যপ্রাচ্যে রয়েছে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, আজ রবিবার বিকালে ফতেয়াবাদ খাগরিয়া ছরায় স্থানীয় লোকজন একটি লাশ দেখে থানায় খবর দেয়। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। উদ্ধারকৃত লাশটি দুই/তিন দিন পূর্বে মারা গেছে। হয়তো মাছ শিকার করতে গিয়ে মারা যেতে পারে।