এইচএসসির প্রথম চার বিষয়ের পরীক্ষার নতুন তারিখ

চট্টগ্রাম শিক্ষা বোর্ড

| রবিবার , ১৩ আগস্ট, ২০২৩ at ৮:৪৬ অপরাহ্ণ

বন্যার কারণে স্থগিত হওয়া এইচএসসির প্রথম চারটি বিষয়ের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।

আজ রবিবার (১৩ আগস্ট) দুপুরে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তারিখ জানানো হয়।

তিনি বলেন, “এইচএসসি’র ১৭ আগস্টের বাংলা প্রথম পত্র পরীক্ষা হবে ২৭ সেপ্টেম্বর, ২০ আগস্টের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা ১ অক্টোবর, ২২ আগস্টের ইংরেজি প্রথম পত্র ২ অক্টোবর আর ইংরেজি দ্বিতীয় পত্র ৩ অক্টোবরে অনুষ্ঠিত হবে।

এদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষার প্রথম চারটি বিষয়ের পরীক্ষার নতুন তারিখ ১, ৩, ৫ ও ৮ অক্টোবর।

এর আগে, প্রাকৃতিক দুর্যোগের কারণে গত শুক্রবার রাতে তিন শিক্ষা বোর্ডের (চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড) উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা পেছানো হয় যা ১৭ আগস্টের পরিবর্তে ২৭ আগস্ট শুরু হবে বলে জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে ছরা থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধদাম কমলো সয়াবিন তেল-চিনির