হাটহাজারীতে চলন্ত বাস থেকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ জুন, ২০২২ at ১০:২১ অপরাহ্ণ

অক্সিজেন-হাটহাজারী মহাসড়কের নতুন পাড়া খন্দকিয়া ছড়ার সেতুর উপর চলন্ত বাস থেকে পড়ে মো. সাইফুল ইসলাম সায়মন(১২) নামে এক স্কুল ছাত্র মারা গেছে।

আজ বৃহস্পতিবার(৯ জুন) সকালের দিকে এই দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় নিহত স্কুল ছাত্র রাঙ্গুনিয়া উপজেলার মোহাম্মদ কুতুবের ছেলে।

জানা যায়, বাসযোগে গন্তব্যে যাওয়ার সময় গাড়িটি ঘোরার সময় দরজা থেকে সড়কে ছিটকে পড়ে যায় সায়মন। এই সময় দ্রুতগামী একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়।

উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক আলাউদ্দীন তালুকদার স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনা গণমাধ্যমকে নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধভূজপুরে পুকুর থেকে মানুষের মাথার খুলি উদ্ধার
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে সড়ক দুঘর্টনায় নিহত ১