বাঁশখালীতে সড়ক দুঘর্টনায় নিহত ১

বাঁশখালী প্রতি‌নি‌ধি | বৃহস্পতিবার , ৯ জুন, ২০২২ at ১০:২৮ অপরাহ্ণ

বাঁশখালীর পুঁইছ‌ড়ি ইউ‌নিয়‌নের নাপোড়া মীরপাড়া এলাকার ছৈয়দুল আলম(৫৮) না‌মে এক ব্যাক্তি নিহত হ‌য়ে‌ছে।

তিনি পুঁইছ‌ড়ির ৮নং ওয়া‌র্ডের না‌পোড়ার মৃত উলা মিয়ার ২য় পুত্র। আহত সিএন‌জিচালিত অটোরিকশা চালক মো. মিনহাজ(৩০)‌কে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ(চ‌মে‌ক) হাসপাতালে প্রেরণ করা হ‌য়ে‌ছে ব‌লে জানা যায়।

অটোরিকশা চালক মো. মিনহাজ বৈলছ‌ড়ির ৩নং ওয়া‌র্ডের নুইন্যা পুকুর এলাকার আবদুল খা‌লে‌কের পুত্র। এ সময় আ‌রো ২/৩ জন আহত হ‌লে তারা প্রাথ‌মিক চি‌কিৎসা নেন ব‌লে সূত্রে জানা যায়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বৃহস্প‌তিবার(৯ জুন) সন্ধ্যা সা‌ড়ে ৭টার দি‌কে না‌পোড়ার মীরপাড়া রাস্তার মাথা সংলগ্ন রাস্তা পার হওয়ার সময় সিএন‌জিচালিত একটি অ‌টো‌রিকশা পথচারী ছৈয়দুল আলমকে ধাক্কা দেয়।

এ সময় আহতদের বাঁশখালী হাসপাতা‌লে আনা হ‌লে কর্তব্যরত চি‌কিৎসক ছৈয়দুল আলমকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত
অটোরিকশা চালক মো. মিনহাজকে চ‌মে‌ক হাসপাতা‌লে প্রেরণ ক‌রে।

এ ব্যাপা‌রে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও‌সি)‌ মো. কামাল উ‌দ্দিন দুর্ঘটনায় নিহত ও আহত‌দের উদ্ধার করা হ‌য়ে‌ছে এবং দুঘর্টনা কব‌লিত অটোরিকশাটি জব্দ করা হ‌য়ে‌ছে ব‌লে জানান।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে চলন্ত বাস থেকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে ৫ চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা