হালদা নদী থেকে জাল জব্দ

নৌ পুলিশের অভিযান

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ২৬ মে, ২০২৩ at ৫:২১ অপরাহ্ণ

প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র, জোয়ার ভাটার নদী, বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে নৌ পুলিশ অভিযান পরিচালনা করেছে।

আজ শুক্রবার (২৬ মে) নদীর কচুখাইন ও নদীর মোহনায় অভিযান পরিচালনা করে এক হাজার মিটার চরঘেরা জাল ও পাঁচটি মশারির ঠেলা জাল জব্দ করা হয়েছে।

রামদাশ মুন্সির হাট হালদা নদীর অস্থায়ী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মাহফুজুল হাসান জানান, নৌ-পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার আ.ফ.ম. নিজাম উদ্দিনের নির্দেশনায় হালদা নদীতে অভিযান পরিচালনা করে এসব জাল জব্দ করা হয়েছে।

হালদা নদীর জীববৈচিত্র্য ও মাছ সুরক্ষায় নৌ-পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে ৪টি বিরল ধনেশ পাখি উদ্ধার
পরবর্তী নিবন্ধকাপ্তাই হ্রদে ৭০ মেট্রিক টন মাছের পোনা অবমুক্ত করা হবে