হালদা থেকে আরো একটি মৃত ডলফিন উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ১১ জুন, ২০২২ at ১০:০৫ অপরাহ্ণ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী থেকে আজ শনিবার(১১ জুন) আরো একটি মুত ডলফিন উদ্ধার করা হয়েছে।

আজ উদ্ধার করা এ ডলফিনটি সহ হালদা নদী থেকে ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ৩৫টি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।

ডলফিনটি নদীর আজিমারঘাট এলাকায় মৃত অবস্থায় ভেসে উঠেছে বলে জানা যায়।

এটি একটি বাচ্চা ডলফিন, দৈর্ঘ্য ৪৬ ইঞ্চি ওজন মাত্র ১২ কেজি ২০০ গ্রাম।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মৃত ডলফিনটি উদ্ধার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরিতে পাঠিয়ে দেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন হালদা গবেষক অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া।

তিনি ডলফিনটির মৃত্যুর কারণ স্পষ্ট নয় বলে উল্লেখ করেন।

পূর্ববর্তী নিবন্ধখালেদার হৃদপিণ্ডের ব্লক অপসারণ করে বসানো হলো ‘স্টেন্ট’
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যাক্তির মৃত্যু