জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। নতুন এ দাম কার্যকর হবে আজ শুক্রবার(৫ আগস্ট) মধ্যরাতের পর থেকেই।
ডিজেল ও কেরোসিনের দাম ৪২.৫% বেড়ে হয়েছে প্রতি লিটার ১১৪ টাকা। পেট্রোলের দাম ৫১.১৬% বেড়ে প্রতি লিটারের দাম হয়েছে ১৩০ টাকা। আর অকটেনের দাম বেড়েছে ৫১.৬৮%, প্রতি লিটার কিনতে গুনতে হবে ১৩৫ টাকা।
আজ মধ্যরাতের পর থেকেই নতুন এ দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে।