ফ্রান্সে পজিটিভ বাংলাদেশ শীর্ষক কনফারেন্স অনুষ্ঠিত

| বৃহস্পতিবার , ৪ মে, ২০২৩ at ৩:৫৭ অপরাহ্ণ

অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে ‘পজিটিভ বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স সম্প্রতি ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি হোটেলের বল রুমে এক অনাড়ম্বর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন, মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনে নিহত সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করেন সংগঠনের সকল স্তরের নেতৃবন্দ।

সাংবাদিকতার স্বাধীনতা, রেমিটেন্স যোদ্ধাদের ইতিবৃত্ত, পজিটিভ বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা নিয়ে তিন ঘণ্টাব্যাপী ইউরোপ, মধ্যপ্রাচ্য, কানাডা ও আফ্রিকা মহাদেশের ১৭টি দেশের আমন্ত্রিত অতিথিরা আলোচনা করেন।

আলোচনায় প্রবাসী সাংবাদিকদের বিভিন্ন ধরনের সমস্যা, চ্যালেঞ্জ, প্রতিকূলতা ইত্যাদি বিষয় উঠে আসে।

সংগঠনের সভাপতি ফয়সাল আহাম্মেদ দ্বীপের পরিচালনায় প্রধান উপদেষ্টা শরীফ আল মমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিএটিএফ-এর সভাপতি ফখরুল আকম সেলিম।

বিশেষ অতিথি ছিলেন শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন, পর্তুগালের লিসবনের সাবেক কাউন্সিলর রানা তাসলিম উদ্দিন, মির্জা গ্রুপের প্রেসিডেন্ট মির্জা মাজহারুল, বাফ-এর সভাপতি সালেহ আহমদ চৌধুরী, কুমিল্লা সমিতির উপদেষ্টা মোহাম্মাদ আলী, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি আশরাফ ইসলাম, ক্রাব-এর সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, ডেজি আফরোজ, আতিকুর রহমান রাসেলসহ আরো অনেকে।

বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ অবদান এবং সামাজিক সেবামূলক খাতে বিশেষ ভূমিকা রাখায় এনআরবিসি আইপি তৌফিকুজ্জমান পলাশ ও শেখ আলামিন, বিবিসি এক্সিকিউটিভ ডিরেক্টর জানা মার্টিন, সরকার গ্রুপের চেয়ারম্যান লুৎফর রহমান সরকার, শাহাদাত হোসাইন, মোজাম্মেল আলম দিপু, উদ্যোক্তা আবু ইমান, এ এম আজাদ, উদ্যোক্তা মিজানুর রহমান খানকে কমিউিনিটি এওয়ার্ড প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে ৫ গুণী ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এবারের অনুষ্ঠানে ২০২৩ সালে ইউরোপের সেরা সাংবাদিক হিসেবে স্বীকৃতি অর্জন করেছেন নিউজ২৪-এর ইতালি প্রতিনিধি এমডি রিয়াজ হোসেন, ডিবিসি’র জার্মানি প্রতিনিধি ফাতেমা রহমান রুমা, আরটিভি’র ইতালি প্রতিনিধি মোহাম্মদ আসলামুজ্জামান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ মোল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মাহবুব সুয়েদ, সহ-সভাপতি আঁখি সীমা কাউসার, অর্থ সম্পাদক মাহবুব হোসাইন, সদস্য গোলাম রাব্বানী রাজা।

পূর্ববর্তী নিবন্ধপ্রতি লিটার সয়াবিন তেলের দাম বেড়ে হলো ১৯৯ টাকা
পরবর্তী নিবন্ধঅপহরণের চার দিন পর বালিচাপা দেয়া শিশুর মরদেহ উদ্ধার