তারকা মডেলদের অংশগ্রহণে ফ্যাশন শো অনুষ্ঠিত

| সোমবার , ২৮ মার্চ, ২০২২ at ৫:১৪ অপরাহ্ণ

আলো ঝলমলে মঞ্চে তারকা মডেলদের জমকালো ফ্যাশন প্যারেড, চিত্র নায়িকা অপু বিশ্বাসের উপস্থিতি, ঢাকা-চট্টগ্রামের সেরা সব ফ্যাশন ব্র্যান্ডের হাল ফ্যাশনের পোশাক প্রদর্শনীর মধ্যে দিয়ে পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু মাতিয়েছে ফিউশন ইটস প্রেজেন্টস আর্ট-ফ্যাশন এন্ড বিয়ন্ড-২০২২ (সিজন-২)।

গত শুক্রবার (২৫ মার্চ) রাতে রেডিসন ব্লু বে ভিউ’র মোহনা হলে লামোর ইভেন্ট প্ল্যানার এবং এট্যায়ার ক্লাব বিডি’র উদ্যোগে অত্যন্ত সফল আয়োজনে ও বর্ণিল ফ্যাশন শো সম্পন্ন হয়।

এর আগে অনুষ্ঠান সূচনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা ডা. বিদ্যুৎ বড়ুয়া, বারকোড রেস্টুরেন্ট গ্রুপের কর্ণধার মঞ্জুরুল হক, হাবিব তাজকিরাজের চেয়ারম্যান সৈয়দ রুম্মান আহাম্মেদ, ফ্যাশন ডিজাইনার আইভি হাসান, লামোর ইভেন্টের সাদ শাহরিয়ার, সাফায়েত সাকি, এট্যায়ার ক্লাব বিডির আরিফ রহমান, সবুজ স্বাধীন।

এছাড়া ফ্যাশন হাউজসমূহের উদ্যোক্তারা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পরেই স্মিতা চৌধুরীর উপস্থাপনায় শুরু হয় একে একে ফ্যাশন ব্র্যান্ড সমূহের ফ্যাশন শো।

ঢাকা ও চট্টগ্রামের যেসব ফ্যাশন হাউজ এবং ব্র্যান্ডের পোশাক পরে ঢাকার তারকা মডেলরা ফ্যাশন প্যারেডে অংশ নেয় সেগুলো হলো. আর্ট, ম্যানহুড, ব্লু মুন ফ্যাশন, জেন্টেলম্যান, অস্টিনা’স কচার, ট্রাফিক, এলিওনরা বাই নাবিলা নওশিন সূচনা। ফ্যাশন শো’র কোরিওগ্রাফ করেন ঢাকার আলোচিত ফ্যাশন কোরিওগ্রাফার আশিকুর রহমান পনি।

ঈদের আগে চট্টগ্রাম নগরবাসীকে সর্বশেষ ফ্যাশন ট্রেন্ড এবং ব্র্যান্ড ফ্যাশন হাউজগুলোকে তুলে ধরার লক্ষ্যে এই আয়োজন বড় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানিয়েছেন।

এই আয়োজনের টাইটেল স্পন্সর ছিল ফিউশন ইটস, পাওয়ার্ড বাই স্পন্সর ফিট এলিগ্যান্স, প্লাটিনাম পার্টনার বিউটাইন রিভাইভ, ইন এসোসিয়েশন উইথ এনটিক, কো-পাওয়ার্ড বাই ওয়েস্ট উড বাই এমজেএ। ফ্যাশন এন্ড বিয়ন্ডের বিউটি পার্টনার-বিউটি বাফেট, ফুড পার্টনার লা এরিস্ট্রোক্রেসি, মিডিয়া পার্টনার ক্যানভাস, আইসটুডে। ফটোগ্রাফি পার্টনার স্টুডিও লরেঞ্জো, ইতারাত এবং স্টুডিও ব্যাকড্রপ।

ফ্যাশন শো’র শেষে অংশগ্রহনকারী ফ্যাশন ব্র্যান্ডের উদ্যোক্তা এবং স্পন্সরদের হাতে ক্রেস্ট তুলে দেন উদ্যোক্তারা।

নগরীর প্রায় অর্ধসহস্র আমন্ত্রিত অতিথি জমকালো এই আয়োজন শুরু থেকে শেষ পর্যন্ত উপভোগ করেন।

পূর্ববর্তী নিবন্ধছাগল উন্নয়ন প্রকল্পে দুর্নীতি, ঠিকাদার প্রকৌশলীসহ তিনজনের সাজা
পরবর্তী নিবন্ধসেই আকিবের মাথায় দ্বিতীয় অস্ত্রোপচার