ছাত্রলীগ নেতা ফয়সাল হত্যাকাণ্ডে ৪ আসামীর ৪ দিন করে রিমান্ড

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ৭ জুলাই, ২০২২ at ১০:০৭ অপরাহ্ণ

কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল উদ্দিন(২৫) হত্যা মামলায় ৪ আসামীর ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ বৃহস্পতিবার(৭ জুলাই) দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা ৪ আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ড প্রার্থনা করলে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আখতার জাবেদের আদালত এ আদেশ দেয়।

রাষ্ট্রপক্ষের কৌসুলি সৈয়দ রেজাউর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ফয়সাল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর মডেল থানার পরিদর্শক(তদন্ত) মোহাম্মদ সেলিম উদ্দিন মামলার ১ নম্বর আসামী আজিজুল হক সিকদার, দুই নম্বর আসামী ফিরোজ আলম, ১৫ নম্বর আসামী মো. মুন্না ও ১৭ নম্বর আসামী মো. রিয়াজকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে চার আসামীর প্রত্যেকের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করে।

প্রসঙ্গত, গত রবিবার(৩ জুলাই) কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন থেকে ফেরার পথে পুলিশের সামনেই প্রতিপক্ষের হাতে খুন হন সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল উদ্দিন।

এই ঘটনায় নিহত ফয়সালের বড় ভাই নাছির উদ্দীন বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে এবং আরো ৭/৮ জনকে অজ্ঞাত আসামী করে গত মঙ্গলবার রাত ১১টার দিকে থানায় একটি মামলা দায়ের করেন।

এছাড়া এই ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলার বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ রফিকুল ইসলামকে প্রধান করে গত সোমবার এই তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটির পরবর্তী তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধযমুনা ব্যাংকের তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা