ঈদুল আযহা ১০ জুলাই

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ৩০ জুন, ২০২২ at ৮:১৯ অপরাহ্ণ

জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই ঈদুল আযহা অর্থাৎ কোরবানির ঈদ উদযাপিত হবে আগামী ১০ জুলাই রবিবার।

আজ বৃহস্পতিবার(৩০ জুন) সন্ধ্যায় বায়তুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।

সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার।

তিনি বলেন, “বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে। সেক্ষেত্রে ১০ জিলহজ বা ১০ জুলাই বাংলাদেশে কোরবানির ঈদ উদযাপিত হবে।”

১০ জুলাই ঈদ হবে ধরে নিয়েই ৯ থেকে ১১ জুলাই কোরবানি ঈদের ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার।

তবে ১০ জুলাইয়ের আগের দু’দিন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় কার্যত ঈদের ছুটি শুরু হবে ৮ জুলাই।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় সদ্যবিবাহিত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধবোনের সঙ্গে কথা কাটাকাটি, হারপিক খেয়ে প্রাণ দিল গৃহপরিচারিকা