পুরান ঢাকার বিস্ফোরণে আরো একজনের মৃত্যু

মোট প্রাণ গেল ২০ জনের

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ৯ মার্চ, ২০২৩ at ১:২৬ পূর্বাহ্ণ

রাজধানীর পুরান ঢাকার সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণে দগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে। ফলে এই বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে হলো ২০।

৪৫ বছর বয়সী ওই ব্যক্তির নাম মোহাম্মদ মুছা বলে জানা গেছে।

বুধবার (৮ মার্চ) রাত ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন মুছার মৃত্যু হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জানান মুছা হাসপাতালে হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) ভর্তি ছিলেন। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার সিদ্দিক বাজারের ক্যাফে কুইন নামে পরিচিত ওই ভবনে বিস্ফোরণের পর মোট ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়।

বুধবার অভিযানের দ্বিতীয় দিনে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় দু’টি মরদেহ। এখন আহত একজনের মৃত্যুতে নিহতের সংখ্যা ২০ হলো।

আরো খবর
ঢাকার বিস্ফোরণে মৃত্যু বেড়ে ১৯
ঢাকায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৭
ঢাকায় বিস্ফোরণে ১৫ জনের মৃত্যু

এই বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন। তার মধ্যে বার্ন ইন্সটিটিউটে মুছাসহ যে ১০ জনকে ভর্তি করা হয় তারা সবাই সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মুছার মৃত্যু হওয়ার পর সেখানে এখন নয়জন ভর্তি আছেন। তাদের মধ্যে মো. হাসান (৩২) ও ইয়াসিন (২৬) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এবং আজম (৩৬) হাই ডিপেনডেন্সি ইউনিটে রয়েছেন।

আইউব হোসেন বলেন, “আইসিইউ ও এইচডিইউ ইউনিটে ভর্তি চারজনের অবস্থা বেশি খারাপ। আর পোস্ট অপারেটিভে ভর্তি ছয়জনের অবস্থাও ভালো নয়।”

বিস্ফোরণে আহত মোট ৬৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে ২১ জন ঢাকা মেডিকেলে ভর্তি আছেন।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গারা নানা অপকর্মে জড়িত
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা