ঢাকায় চিপসের কারখানায় আগুন

| বৃহস্পতিবার , ৯ জুন, ২০২২ at ১২:২৭ পূর্বাহ্ণ

রাজধানী ঢাকার পূর্ব জুরাইনের পোস্তগোলা এলাকায় একটি চিপসের কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

বুধবার (৮ জুন) রাত সাড়ে ১১টার দিকে এ আগুনের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া শাখার কর্মকর্তা মো. শাজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার রাত ১১টা ২২ মিনিটে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমে আগুন লাগার খবর আসে। এরপর রাত ১১টা ৩০ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে মোট সাতটি ইউনিট কাজ শুরু করেছে।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। এ ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধঝুঁকিপূর্ণ উপায়ে গ্যাস ভরানোর সময় চন্দনাইশে ২ লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধপেকুয়ায় মাদক ব্যবসায়ীর হামলায় পুলিশ পরিদর্শক জখম