ঝুঁকিপূর্ণ উপায়ে গ্যাস ভরানোর সময় চন্দনাইশে ২ লাখ টাকা জরিমানা

চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ৮ জুন, ২০২২ at ৮:১১ অপরাহ্ণ

চন্দনাইশে অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে সিলিন্ডারে গ্যাস ক্রস ফিলিং করার সময় এবার এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানাকৃত ব্যক্তির নাম আবছার উদ্দিন(৩৫)।

গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার মধ্যম চন্দনাইশে এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে গাছবাড়িয়া সরকারি কলেজের পশ্চিম দিকে মধ্যম চন্দনাইশ এলাকায় একটি গুদাম ঘরে অবৈধভাবে সিলিন্ডার গ্যাস ক্রস ফিলিং করছিল একটি অসাধু চক্র। এ সংবাদ গোপন সূত্রে পেয়ে মঙ্গলবার মধ্যরাতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরীন আকতার।

অভিযানে লাইসেন্স ছাড়া অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে বড় বোতল থেকে ছোট বোতলে গ্যাস ক্রস ফিলিং করার সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত।

এসময় মধ্যম চন্দনাইশ মিজ্জির দোকান এলাকার মৃত আমির আহমদের পুত্র আবছার উদ্দিন(৩৫)কে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে ওই গুদাম থেকে ২০০টি গ্যাস সিলিন্ডার জব্দ করে তা বিক্রি করে আরো ৩০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরীন আকতার জানান, লাইসেন্স ছাড়া অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে সিলিন্ডারে গ্যাস ক্রস ফিলিং করে লাইসেন্সপ্রাপ্ত বিভিন্ন কোম্পানির নকল স্টিকার ব্যবহার করে সিলিন্ডারগুলো বাজারজাত করার খবর গোপন সূত্রে পেয়ে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বড় বোতল থেকে ছোট বোতলে গ্যাস ক্রস ফিলিং করার সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক আবছার উদ্দিন নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে ২০০টি গ্যাস সিলিন্ডার জব্দ করে তা নিলামে বিক্রি করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, এর আগে গত ২৯ মে রাতে উপজেলার বৈলতলী বশরতনগর এলাকায় একটি গুদামে একইভাবে সিলিন্ডারে গ্যাস ক্রস ফিলিং করার সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মাহাবুবুর রহমান নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা এবং আরো ৮০টি সিলিন্ডার জব্দ করেছিল।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের মানুষ যাতে তাদের নেতা বেছে নিতে পারে
পরবর্তী নিবন্ধঢাকায় চিপসের কারখানায় আগুন