ট্রেনে পাথর নিক্ষেপে এবার মাথা ফাটলো চবি শিক্ষার্থীর

আজাদী অনলাইন | বুধবার , ২ নভেম্বর, ২০২২ at ৮:৪৭ অপরাহ্ণ

ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় এবার আহত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী।

আজ বুধবার (২ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় থেকে শহরের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি ট্রেনে এ ঘটনা ঘটে।

আহত জাহিদ হোসেন সাগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র।

তিনি বলেন, “চারটার ট্রেন অক্সিজেন এলাকা অতিক্রম করার সময় রেললাইনের পাশ থেকে কয়েকটা ছেলে পাথর নিক্ষেপ করে। জানালার পাশে বসায় একটি পাথর আমার মাথায় লাগে। এ সময় মাথা ফেটে রক্তক্ষরণ হয়। আমার পাশে থাকা আরেকজনের মুখেও পাথরের আঘাত লাগে।”

চবি’র সহকারী প্রক্টর ড. শহিদুল ইসলাম বলেন, “আমরা খোঁজ নিয়েছি। পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধশেষ পর্যন্ত ভারতই জিতল
পরবর্তী নিবন্ধটেকনাফে ২২ আসামি গ্রেফতার