ইতিহাসবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ড. মুনতাসীর মামুন বলেন, “এখন শিক্ষকরা চাকরি করেন মাত্র, শিক্ষকতা নয়। আজকাল শিক্ষকরা রাজনৈতিক নেতাদের দ্বারে দ্বারে ঘুরেন৷”
আজ রবিবার (৪ জুন) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে মুখ্য আলোচকের বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, “বঙ্গবন্ধুর আদর্শ হলো শিক্ষকরা হতে হবে ছাত্রদের জন্য আদর্শ কিন্তু শিক্ষকরা সামান্য পদের জন্য টাকার জন্য বঙ্গবন্ধুর আদর্শ বিরোধী কাজ করছেন৷”
এদিন সকাল সাড়ে ১১টায় সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে এই অনুষ্ঠান হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার, ইতিহাসবিদ প্রফেসর ড. মুনতাসীর মামুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চবি উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হক এবং চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী।