মধ্যরাতে সংঘর্ষে জড়াল চবি ছাত্রলীগের ৩ গ্রুপ

চবি প্রতিনিধি | বুধবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৩ at ১:৩৪ পূর্বাহ্ণ

মধ্যরাতে সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের বগিভিত্তিক ৩ উপগ্রুপ। বিবদমান গ্রুপ তিনটির মধ্যে একদিকে সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী গ্রুপ সিক্সটি নাইন ও অপরদিকে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী দুই গ্রুপ সিএফসি ও বিজয়।

মঙ্গলবার দিবাগত রাত বারোটায় সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের এ তিন উপগ্রুপের নেতাকর্মীরা।

পরে ঘটনাস্থলে পুলিশ ও প্রক্টরিয়াল বডি উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। রাত একটায় ছাত্রলীগের কর্মীরা নিজ নিজ হলে অবস্থান করলেও পরিস্থিতি ছিল থমথমে ছিল৷

সংঘর্ষের সময় সিক্সটি নাইনের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের শাহ জালাল হল, সিএফসি’র নেতাকর্মীরা শাহ আমানত হল ও বিজয়ের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী হল এলাকায় অবস্থান করছে। তাদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ চলমান রয়েছে।

প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া রাত দেড়টায় আজাদীকে বলেন, “সংঘর্ষের খবর পাওয়ার সাথে সাথে প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপর সবাইকে হলে ঢুকিয়ে দেয়া হয়৷ এখন পরিস্থিতি শান্ত রয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালী‌তে মোটরসাই‌কেল দুর্ঘটনা
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা