বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ৪০তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় পেয়েছে চট্টগ্রাম জেলা দল।
নিজেদের প্রথম ম্যাচে কিশোরগঞ্জ জেলা দলকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা চট্টগ্রাম জেলা দল দ্বিতীয় ম্যাচে মাদারীপুর জেলা দলকে উড়িয়ে দিয়েছে।
আজ বুধবার (৬ এপ্রিল) চট্টগ্রাম জেলা দল ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে মাদারীপুর জেলা দলকে।
দুর্দান্ত বোলিং করে মাদারীপুর জেলা দলকে মাত্র ১০৭ রানে থামিয়ে দেয় চট্টগ্রামের বোলাররা। ব্যাট হাতে আলিফরা দলকে সহজে জয়ের বন্দরে পৌঁছে দেয়।
টসে জিতে ব্যাটিং করতে নামা মাদারীপুর জেলা দল শুরু থেকেই চট্টগ্রামের বোলারদের দাপটের মুখে পড়ে কোমর সোজা করে দাঁড়াতে পারেনি।
তৌহিদুলের পেস আর কাজী কামরুলের স্পিন আক্রমণের মুখে পড়ে শুরু থেকেই উইকেট হারাতে থাকে। ফলে মাত্র ১০৭ রানে অল আউট হয় মাদারীপুর।
দলের ইনিংসে সর্বোচ্চ ২৯ রান আসে অতিরিক্ত থেকে। দলের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ২০ রান আসে জীবনের ব্যাট থেকে।
এছাড়া ১৫ রান করেন সোহাগ। ১১ রান করে আসে জহির এবং রুবেলের ব্যাট থেকে। দলের সাতজন ব্যাটসম্যান দুই অংকের ঘরে যেতে পারেনি।
চট্টগ্রাম জেলা দলের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন কাজি কামরুল এবং তৌহিদুল হাসান। ১টি করে উইকেট নিয়েছেন সাজিদ, শোয়েব এবং ইসমাইল।
১০৮ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৫ রানেই প্রথম উইকেট হারায় চট্টগ্রাম। দ্বিতীয় উইকেটে আলিফ এবং ইমরান মিলে ৯৫ রান যোগ করে দলকে জয়ের কিনারায় পৌঁছে দিয়ে আসে। ৩১ রান করে ইমরান ফিরে আসলেও আলিফ দলকে জিতিয়ে তবেই ফিরেন।
২১.১ ওভারে ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম জেলা দল। ৬৩ বলে ৮টি চার এবং ২টি ছক্কার সাহায্যে ৬৪ রান করে অপরাজিত থাকেন আলিফ।
আগামীকাল নিজেদের শেষ ম্যাচে নারায়ণগঞ্জ জেলা দলের মুখোমুখি হবে চট্টগ্রাম জেলা দল। সেই ম্যাচে জিতলে পরের রাউন্ডে খেলতে পারবে চট্টগ্রাম। অবশ্য নারায়ণগঞ্জ জেলা দলকেও জিততে হবে পরের রাউন্ডে যেতে হলে।