কক্সবাজারে শ্যালো মেশিন-পাইপ ধ্বংস

অবৈধভাবে বালি উত্তোলন

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ২ এপ্রিল, ২০২৩ at ১০:২৪ অপরাহ্ণ

বাঁকখালী নদীর কক্সবাজার সদর উপজেলার ঝিলংজার পূর্ব মোক্তার কুলের দরগাহপাড়া এলাকায় অবৈধভাবে শ্যালো মেশিন দিয়ে বালি উত্তোলন করে বিক্রি করে আসছিল স্থানীয় একটি অপরাধী চক্র। তারা প্রতিদিন কেবল একটি স্থান থেকেই ৬০ থেকে ৭০ ট্রাক বালি তুলে আরেক চক্রের কাছে বিক্রি করছে ১,৫০০ টাকা থেকে ২,০০০ টাকা দরে। অবশেষে সেই বালি উত্তোলন বন্ধ করে দিয়েছে প্রশাসন।

আজ রবিবার (২ এপ্রিল) বেলা ১২টার দিকে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে এই অবৈধ বালু উত্তোলন বন্ধ করে দেয়া হয়। এসময় অবৈধভাবে বালি উত্তোলনে ব্যবহৃত শ্যালো মিশন ও পাইপও ধ্বংস করা হয়।

এসময় কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. জিল্লুর রহমান সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়ার বলেন, “অবৈধভাবে বালি উত্তোলনের খবর পেয়ে আজ রবিবার দুপুরে বাঁকখালী নদীর ঝিলংজার পূর্ব মোক্তার কুলের দরগাহপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ঘটনাস্থলে জড়িত কাউকে পাওয়া যায়নি। তবে অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত শ্যালো মেশিন ও পাইপ ধ্বংস করে দেয়া হয়।”

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

স্থানীয়দের অভিযোগ, ঝিলংজার পূর্ব মোক্তারকূলে অবৈধভাবে বালি উত্তোলনে নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় দরগাহপাড়া এলাকার মৃত দানু মিয়ার ছেলে সালাম মিয়া বাবুল। তার সহযোগী হিসাবে রয়েছে প্রভাবশালীরা।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে আগুনে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
পরবর্তী নিবন্ধসংশোধন হচ্ছে ষষ্ঠ-সপ্তমের সব বই