কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় তিন মিয়ানমার নাগরিকের যাবজ্জীবন

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ২০ জুন, ২০২৩ at ১০:৪৭ অপরাহ্ণ

কক্সবাজারে ইয়াবাপাচার মামলায় তিন মিয়ানমার নাগরিককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। এসময় তাদের প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ডও দেয়া হয়।

আজ মঙ্গলবার (২০ জুন) বিকেলে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত এ রায় দেয় বলে জানান কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।

সাজাপ্রাপ্তরা হলো উখিয়া উপজেলার ১২ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের জি-৩ ব্লকের মৃত আবুল কাশিমের ছেলে মো. কামাল হোসেন এবং ১১ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের সি-১৫ ব্লকের মৃত মমতাজ মিয়ার ছেলে মো. ইসমাইল ও একই আশ্রয় শিবিরের সি-১৩ ব্লকের মৃত কবির আহমদের ছেলে মো. শাকের।

মামলার নথির বরাতে পিপি ফরিদুল আলম জানান, গত ২০২২ সালের ১৫ জানুয়ারি রাতে টেকনাফ থেকে যানবাহন যোগে মাদকের বড় একটি চালান পাচারের খবরে র‌্যাবের একটি দল মেরিন ড্রাইভ সড়কের কক্সবাজার শহরের বড় ছড়া এলাকায় অস্থায়ী তল্লাশি চৌকি স্থাপন করে। এক পর্যায়ে টেকনাফের দিক থেকে আসা সন্দেহজনক একটি অটোরিকশাকে থামার জন্য নির্দেশ দিলে গাড়িটিতে থাকা ৫ জন লোক দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব। পরবর্তীতে গ্রেফতারদের দেহ ও গাড়িটি তল্লাশি করে পাওয়া যায় ১ লাখ ৩৮ হাজার ৪০০টি ইয়াবা ট্যাবলেট।

এ ঘটনায় পরদিন (২০২২ সালের ১৬ জানুয়ারি) র‌্যাবের পক্ষ থেকে বাদী হয়ে গ্রেফতারদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়।

২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা আসামীদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

এরপর গত ২৩ আগস্ট আসামীদের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। এতে স্বাক্ষী করা হয় ১৫ জনকে। মামলায় সাক্ষ্য নেওয়া হয়েছে ৬ জনের।

পিপি জানান, জরিমানা অনাদায়ে আসামীদের প্রত্যেককে আরও ২ বছর করে সাজার আদেশ দেওয়া হয়। মামলার রায় ঘোষণাকালে ৩ আসামী আদালতে উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে শিকারীর অস্ত্রের আঘাতে শিকারীর মৃত্যু
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে গৃহবধূকে খুন করে লক্ষ্মীপুরে দাফন