ফটিকছড়িতে শিকারীর অস্ত্রের আঘাতে শিকারীর মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ২০ জুন, ২০২৩ at ১০:৩৯ অপরাহ্ণ

ফটিকছড়ির হারুয়ালছড়িতে বন্যপ্রাণী শিকার করতে গিয়ে শিকারীর ধারালো অস্ত্রের আঘাতে সঞ্জয় তুরি (২৭) নামে আরেক শিকারীর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (২০ জুন) সন্ধ্যার দিকে উপজেলার হারুয়ালছড়ির লট সুজানগরে এ ঘটনা ঘটে।

নিহত সঞ্জয় তুরি হারুয়ালছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ড সুজানগর এলাকার অমিত্র তুরির ছেলে।

পুলিশ সূত্র জানায়, সন্ধ্যা ৬টার দিকে দল বেঁধে ৫/৬ জন আদিবাসী শিকারী গহীন বনে বন্যপ্রাণী শিকার করতে যায়। শিকারের এ পর্যায়ে বন্যপ্রাণীকে আঘাত করতে গিয়ে ধারালো অস্ত্র গিয়ে পড়ে সঞ্জয় তুরির শরীরে। এতে তিনি ঘটনাস্থলে মারা যান।

বিষয়টি নিশ্চিত করে ভুজপুর থানার এসআই সুমন চন্দ্র দাশ বলেন, “খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।”

পূর্ববর্তী নিবন্ধতথ্যমন্ত্রীকে নিয়ে মানহানিকর ভিডিও সরানোর নির্দেশ আদালতের
পরবর্তী নিবন্ধকক্সবাজারে ইয়াবা পাচার মামলায় তিন মিয়ানমার নাগরিকের যাবজ্জীবন