সিআইইউতে সিন্ডিকেট সভা

| বৃহস্পতিবার , ৩০ নভেম্বর, ২০২৩ at ১১:০৩ অপরাহ্ণ

মানসম্মত শিক্ষা ছড়িয়ে দিতে উদ্ভাবনী এবং গবেষণাপ্রিয় শিক্ষকদের নিয়োগ দেওয়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি(সিআইইউ)-এর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী।

তিনি বলেছেন, “শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে চাই মানসম্মত শিক্ষা। আর সেই শিক্ষায় একজন শিক্ষার্থীকে এগিয়ে নিতে তথ্য-উপাত্তসহ অভিনব পাঠদানের জন্য সিআইইউ সবসময় ভালো মানের শিক্ষকদের নিয়োগ দিতে বদ্ধপরিকর।”

উপাচার্য আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে নগরের জামাল খানের সিআইইউ ক্যাম্পাসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ৩৫তম সিন্ডিকেট সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

সিআইইউ’র রেজিস্ট্রার আনজুমান বানু লিমার সঞ্চালনায় সিন্ডিকেট সভায় আরও উপস্থিত ছিলেন তিন ট্রাস্টি সদস্য-আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, প্রকৌশলী আলী আহমেদ এবং দিলরুবা আহমেদ, চুয়েটের অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব মুকেশ চন্দ্র বিশ্বাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম আইয়ুব ইসলাম, সিআইইউ বিজনেস স্কুলের ডিন ড. সৈয়দ মনজুর কাদের, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. রুবেল সেন গুপ্ত প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে নৌকার বিরুদ্ধে লড়বেন বর্তমান সাংসদ দিদার
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু