সিআইইউতে ইঞ্জিনিয়ারিং অনুষদে দিনব্যাপী সেমিনার

| বৃহস্পতিবার , ১৯ অক্টোবর, ২০২৩ at ৪:৫২ অপরাহ্ণ

ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শিক্ষার্থীদের উদ্ভাবন ক্ষমতা বাড়িয়ে তোলার উপর গুরুত্বারোপ করে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো দিনব্যাপী সেমিনার।

সম্প্রতি নগরের জামাল খানের সিআইইউ ক্যাম্পাসের অডিটোরিয়ামে স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এসএসই) অনুষদ এই সেমিনারের আয়োজন করে।

অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘ইনোভেশনস ইন ইঞ্জিনিয়ারিং এডুকেশন: প্রিপারিং ফিউচার ইঞ্জিনিয়ার্স ফর এ চেঞ্জিং ওয়ার্ল্ড’। এতে সিআইইউর ইঞ্জিনিয়ারিং অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ছাড়াও তাদের শিক্ষকরা উপস্থিত ছিলেন। সেমিনারের প্রধান বক্তা ছিলেন অস্ট্রেলিয়ার ম্যাককুয়ারি ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষা পরিচালক ড. নাজমুল হুদা।

এই সময় তিনি আধুনিক বিশ্বের ক্রমবর্ধমান চাহিদা প্রকৌশল শিক্ষাকে খাপ খাইয়ে নেওয়ার উপর জোর দেন। বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এ আই) ভিত্তিক প্রযুক্তিগত জ্ঞানের সঙ্গে এগিয়ে যেতে শিক্ষার্থীদের গড়ে তোলার এখনই সময়।

সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ারিং অনুষদের অধ্যাপক এবং সাবেক ডিন ড. মোহাম্মদ রেজাউল করিম বলেন, কেবল প্রযুক্তিগত দক্ষতাই নয়, বাড়াতে হবে যোগাযোগ দক্ষতা, দলগত কাজের মনোভাব সৃষ্টি এবং অভিযোজনযোগ্যতা। আর এসব কাজের মধ্য দিয়েই শিক্ষার্থীরা হয়ে উঠবেন আধুনিক প্রকৌশল পেশার অভিজ্ঞ একজন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইটিই বিভাগের প্রধান ড. আসিফ ইকবাল। অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থীরা প্রধান বক্তার কাছে বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন। এই সময় তিনি সেসব প্রশ্ন মনোযোগ দিয়ে শুনেন এবং তার জবাব দেন।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে মদসহ ৩ জন আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধভুয়া কাগজে দলিল রেজিস্ট্রেশন, হাটহাজারীর সাব-রেজিস্ট্রার কা রা গা রে