সিআইইউতে ডিজিটাল মার্কেটিং বিষয়ক সেশন

| বুধবার , ৫ এপ্রিল, ২০২৩ at ৫:৫৬ অপরাহ্ণ

ডিজিটাল মার্কেটিং নিয়ে এখন তরুণদের আগ্রহের কমতি নেই। আর হবে নাই-বা কেন বলুন? প্রযুক্তির অগ্রযাত্রায় প্রচারেই প্রসার- কথাটার ব্যাপ্তি যে পৌঁছে গেছে বহুদূর! আর আজকের তারুণ্যই সময়কে যোগাযোগের সঙ্গে মেলবন্ধন ঘটিয়ে এগিয়ে নিচ্ছে দিনের পর দিন।

ডিজিটাল মার্কেটিং কেন? এসইও কি, কনটেন্ট মার্কেটিং কিভাবে তৈরি করতে হয়-এমন চমৎকার সব বিষয়গুলো নিয়ে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত হলো মার্কেটিং বিষয়ক দিনব্যাপি সেশন।

সম্প্রতি সিআইইউর ইন্ডিপেন্ডেন্ট মার্কেটিং ক্লাব (আইএমসি) নগরের জামাল খান ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করে।

এতে চট্টগ্রামের সিক্স কালচার ডিজিটাল মার্কেটিং প্রতিষ্ঠানের কনটেন্ট প্ল্যানার রুমিলা রুদাবা সেশন স্পিকার হিসেবে উপস্থিত থেকে পুরো প্রক্রিয়াটির বিষয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। এই সময় তিনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কপি রাইটিং, ওয়েবসাইট, ব্লগ, পিপিসি, মিডিয়া বায়িংসহ বিভিন্ন বিষয়গুলো ছোট ছোট বাক্যে তুলে ধরেন।

শিক্ষার্থীরা তার এসব পয়েন্ট মনোযোগ দিয়ে শুনেন এবং পরে বিভিন্ন প্রশ্নের উত্তর জেনে নেন। অনুষ্ঠান শেষে সেশন স্পিকারকে ক্রেস্ট তুলে দেন মার্কেটিং ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আবু বক্কর।

পূর্ববর্তী নিবন্ধপদ্মা সেতুর ঋণের প্রথম ও দ্বিতীয় কিস্তি পরিশোধ
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগের তৈরি রাস্তা দিয়েই বিএনপি শহরে তাদের মিছিলে যায়