প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে এমন খবর শুনে ঘর থেকে বের হয়ে লাশ হয়ে ফিরলো এক প্রেমিক। তার নাম মো. পারভেজ (১৮)। পেশায় সে একজন রাজমিস্ত্রি। তবে প্রেমিকার দাবি তার বিয়ের খবরটি ছিল মিথ্যা।
গতকাল বুধবার রাতে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৫নং ওয়ার্ড হাছনদন্ডি হাজিরপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়ভাবে জানা যায়, হাজিরপাড়ার মো. ফরিদের পুত্র মো. পারভেজ প্রতিদিনের মতো কাজ শেষে গতকাল বুধবার সন্ধ্যায় বাড়িতে আসে। হাত-মুখ ধুয়ে মায়ের হাতে বানানো চা পান করে সে। পরে বন্ধুদের মাধ্যমে খবর পায় তার প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে। খবর শুনে সে বাড়ি থেকে বের হয় কিন্তু রাতে সে আর বাড়ি ফিরেনি।
সকালে স্থানীয় গাছ বাগানে দড়ি দিয়ে বাঁধা একটি দোলনার সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে চন্দনাইশ থানার পুলিশ আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত পারভেজের লাশ উদ্ধার করে।
নিহতের মা বুলু আকতার জানান, গতকাল বুধবার সন্ধ্যায় পারভেজ কাজ শেষে বাড়ি ফিরে আসে। পরে চা-নাস্তা খায়।
তিনি জানান, দোহাজারী রায়জোয়ারা এলাকার মিলি নামে এক মেয়ের সাথে পারভেজের প্রেমের সম্পর্ক ছিল এবং ওই মেয়ের সাথে তার প্রায় সময় কথা কাটাকাটি হতো। প্রেমঘটিত কারণেই পারভেজের মৃত্যু হয়েছে বলে তার ধারণা।
নিহত পারভেজের দাদী খাতিজা খাতুন জানান, সন্ধ্যার পর পারভেজের স্থানীয় কিছু বন্ধু মিলির বিয়ে হয়ে যাচ্ছে বলে নাতিকে ডেকে নিয়ে যায়।
নিহত পারভেজের বড় ভাই ওমর ফারুক জানান, তাদের মধ্যে পারিবারিক কোনো সমস্যা ছিলনা। পারভেজের সাথে কারো বিরোধও ছিল না। মেয়ে সম্পর্কিত বা বন্ধুদের মাধ্যমে এ ঘটনা ঘটতে পারে বলে তার ধারণা।
এদিকে, প্রেমিকা মিলির দাবি পারভেজের সাথে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। মোবাইল ফোনে তাদের কথা হতো। বর্তমানে তার বয়স ১৬ বছর। তার বিয়ে হয়ে যাচ্ছে এ কথাটিও মিথ্যা। আজ বৃহস্পতিবার সকালে মিলির বাড়িতে গিয়ে বিয়ের কোনো আলামতও পাওয়া যায়নি।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, নিহত পারভেজের লাশ উদ্ধার করা হয়েছে। তার গলায় নাইলনের দড়ির দাগ রয়েছে। শরীরের আর কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত রির্পোটের জন্য নিহতের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
ময়নাতদন্ত রির্পোট পাওয়ার পর এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।