বিএনপি-জামায়াত জোট বার বার এদেশের সম্প্রীতিকে বিনষ্ট করেছে

চন্দনাইশে জন্মাষ্টমীর আলোচনা সভায় নজরুল ইসলাম চৌধুরী এমপি

চন্দনাইশ প্রতিনিধি | শুক্রবার , ১৯ আগস্ট, ২০২২ at ৮:০৭ অপরাহ্ণ

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ১৯৭১ সালে বাংলার মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল সম্প্রদায়ের লোকজন কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে এদেশকে স্বাধীন করেছে। আওয়ামী লীগ সরকারের আমলেই সকল সম্প্রদায়ের লোকজন স্বাধীনভাবে ধর্ম চর্চা করতে পারে।”

আজ শুক্রবার(১৯ আগস্ট) সকালে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে চন্দনাইশে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি।

তিনি বলেন, “বিএনপি-জামায়াত জোট সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বার বার এদেশের সম্প্রীতিকে বিনষ্ট করেছে।” তারা যাতে আর সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে সেই ব্যাপারে সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

জন্মাষ্টমী উদযাপন পরিষদ চন্দনাইশের সভাপতি সুজন মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রূপক ঘোষের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আকতার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বলরাম চক্রবর্ত্তী, এড. কবি শেখর নাথ পিন্টু, ঝন্টু চৌধুরী, রূপক রক্ষিত, অজপানন্দ ভ্রম্যচারী, রনজিদ দেব, দেবাশীষ ধর, সুব্রত কুমার নাথ, পলাশ মজুমদার, রুবেল দাশ প্রমুখ।

এর আগে একটি শোভাযাত্রা উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু
পরবর্তী নিবন্ধ‘আমাদের বিক্ষোভের ট্রায়াল দেখেই তারা ভয় পেয়ে গেছে’